রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার যুবদল নেতা কিবরিয়া হত্যা ঘটনায় আটকৃত এক ব্যক্তির ডিবি হেফাজতে মৃত্যু রাজধানীর মহাখালীতে চলন্ত বাসে আগুন সন্ধ্যার ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩ : আবহাওয়া অধিদপ্তর গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না : মির্জা ফখরুল স্বাস্থ্য ও ইন্টারনেট সংযোগ বিষয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যে সমঝোতা স্মারক সই বন্দরের ইজারা চুক্তি বাতিলের দাবিতে সব প্রবেশমুখে অবরোধের ডাক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন আহমদ নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২২ ভূমিকম্পের বড় ধাক্কায় টিকতে পারবে না ঢাকা, যা বলছেন বিশেষজ্ঞরা

ঢাকা টেস্ট : জয় থেকে ৪ উইকেট দূরে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২ টাইম ভিউ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে মাত্র চারদিনেই জিতেছিল বাংলাদেশ। তবে ঢাকা টেস্ট গড়াল পঞ্চম দিনে। মিরপুরে জয় থেকে আর মাত্র ৪ উইকেট দূরে নাজমুল হোসেন শান্তর দল। ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। আজ (শনিবার) চতুর্থ দিনের দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে আইরিশরা। এখনো জয়ের জন্য ৩৩৩ রান দরকার তাদের৷ আর বাংলাদেশের দরকার ৪ উইকেট।গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

শনিবার ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৯৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লিড দাঁড়ায় ৫০৮ রান। দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন ৪ ব্যাটার।গতকাল ৬০ রান করে বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে ৬৯ রান করে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম। আজ তার সামনে সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার। তবে ৭৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। সেঞ্চুরি মিস করেন মুমিনুলও। ৮৭ রান করে আউট হয়েছেন এই তারকা। এছাড়া ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।জবাবে ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭৭ রানেই ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার।

এরপর ব্যাট হাতে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর। তবে ফিফটি করেই বিদায় নেন এই তারকা। এরপর লরকান টাকার-স্টিফেন দোহেনি ক্রিজে বেশিক্ষণ সেট হতে পারেননি। শেষ পর্যন্ত ৯৩ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্ফার। অপরপ্রান্তে ১১ রানে অপরাজিত অ্যান্ডি ম্যাকব্রাইন। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। হাসান মুরাদ শিকার করেছেন ২টি উইকেট। এছাড়া একটি উইকেট নেন খালেদ আহমেদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2018 shomoyeraowaj.com.